Site icon Jamuna Television

হংকংয়ে সবার জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত

চীনের প্রশাসনিক এলাকা হংকংয়ে ৭৫ লাখ বাসিন্দাকে বাধ্যতামূলক করোনার নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

মঙ্গলবার মুখ্য ব্যবস্থাপক ক্যারি ল্যাম জানান, মার্চ থেকে শুরু হতে যাওয়া কার্যক্রমে তিন দফা করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে প্রত্যেক নাগরিককে। পুরো প্রক্রিয়াটি শেষ করতে এক সপ্তাহ সময় লাগবে। এ সময় স্কুলগুলোয় ঘোষিত হতে পারে আগাম গ্রীষ্মকালীন ছুটি।

চীনের ‘জিরো কোভিড’ নীতিমালা আয়ত্ত করার চেষ্টা করছে হংকং। এর মাধ্যমে করোনা বিস্তার ঘটানোর আগেই গণনমুনা পরীক্ষা, কঠোর আইসোলেশন ও কোয়ারেন্টাইনের মাধ্যমে শূন্যের কোঠায় নামানো হয় সংক্রমণ হার।

গত দুই বছর ধরে মহামারি নিয়ন্ত্রণের জন্য প্রশংসিত হয়েছিল হংকং, কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপে বিপর্যস্ত দেশটি। মঙ্গলবারও ৬ হাজার ২১১ জনের দেহে শনাক্ত হয়েছে সংক্রমণ। ধারণা করা হচ্ছে, প্রকৃত সংখ্যা অনেক বেশি।

ইউএইচ/

Exit mobile version