Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি আরও সাড়ে ৮ হাজারের বেশি

ছবি: প্রতীকী

দু’দিনের ব্যবধানে আবারও করোনায় সাড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখলো বিশ্ব। এ নিয়ে মোট প্রাণহানি প্রায় ৬০ লাখ।

মঙ্গলবার প্রাণহানির শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দেড় হাজারের ওপর মানুষের মৃত্যু রেকর্ড করা হয় দেশটিতে। আরও ৬০ হাজার মার্কিনির শরীরে নতুনভাবে মিলেছে করোনাভাইরাস। অবশ্য দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে ছিল জার্মানি। দেশটির এক লাখ ৬০ হাজার মানুষের দেহে মেলে ভাইরাসটির উপস্থিতি।

মঙ্গলবার রাশিয়াতে করোনায় ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে। আরও ১ লাখ ৩৫ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। আর ব্রাজিলেও করোনায় এদিন মারা গেছেন ৮৩৯ জন, করোনা শনাক্ত হয়েছেন আরও লাখের বেশি।

এদিকে, বিশ্বজুড়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৪২ কোটি ৮১ লাখের বেশি। আর মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো প্রায় ৬০ লাখ।
আরও পড়ুন: হংকংয়ে সবার জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক
ইউএইচ/

Exit mobile version