Site icon Jamuna Television

আফগান শিবিরে শুরুতেই মোস্তাফিজের আঘাত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উদ্বোধনী জুটি শুরুতেই ভেঙে দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানে উদ্বোধনী ব্যাটসম্যান রহমত উল্লাহ গুরবাজ তামিমের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। বাংলাদেশের ইনিংস উদ্বোধন করবেন লিটন দাশ ও তামিম ইকবাল। এছাড়াও দলে রয়েছেন সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো তারকারা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক।

বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে সিরিজটি খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এছাড়া সিরিজটিতে রশিদ খানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজের দলের ওপরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে বাংলাদেশের রেটিং হবে ৯৪। তাই পাকিস্তানকে সরিয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগাররা।

ইউএইচ/

Exit mobile version