Site icon Jamuna Television

ইউসিএলের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ম্যানইউ ও অ্যাটলেটিকো মাদ্রিদ

বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে স্প্যানিশ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে লড়বে আয়াক্স-বেনফিকা। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।

অ্যাটলেটিকো-ম্যানইউ ম্যাচে নিশ্চিতভাবে ফেবারিট কাউকেই বলা যাচ্ছে না। দুই দলই আছে সেরা ছন্দের খোঁজে। তবে ইনুজরিতে জর্জরিত ইউনাইটেডের আক্রমণ ভাগ। কুঁচকির চোটে এই ম্যাচও মিস করবেন এডিনসন কাভানি। ক্রিস্টিয়ানো রোনালদোই একমাত্র ভরসা রেড ডেভিলদের। খেলাটি অনুষ্ঠিত হবে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড মেট্রোপলিটানো স্টেডিয়ামে।

তবে সিমিওনির দলের বিপক্ষে সিআর সেভেনের দারুন রেকর্ড নির্ভার করতে পারে ভক্তদের। ইউসিএলে অ্যাটলেটিকোর বিপক্ষে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ২৫ গোল করেছেন রোনালদো। নামের পাশে আছে তিনটি হ্যাটট্রিক। যার মধ্যে আবার দুটি চ্যাম্পিয়ন্স লিগেই।


/এসএইচ

Exit mobile version