Site icon Jamuna Television

জাদরানকে ফিরিয়ে ব্রেকথ্রু আনলেন শরিফুল

জাদরানের উইকেট তুলে নিলেন শরিফুল।

আফগান ওপেনার ইবরাহিম জাদরানকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। স্লিপে অভিষিক্ত ইয়াসির রাব্বির ক্যাচে পরিণত করে ১৯ রান করা জাদরানকে সাজঘরে পাঠিয়েছেন শরিফুল। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দেখায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদি। তৃতীয় ওভারের রাহমানুল্লাহ গুরবাজকে তামিম ইকবালের ক্যাচ বানিয়ে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গুরবাজ করেন ৭ রান।

প্রথম উইকেটের পতনের পর রাহমাত শাহকে নিয়ে ধীরে সুস্থে এগোতে থাকেন ইবরাহিম জাদরান। তাসকিন আহমেদের ওপর কিছুটা চড়াও হয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন রাহপমাত শাহ। তবে শরিফুল বোলিংয়ে এসে নিয়ন্ত্রিত লাইন লেংথে আটকে দেন আফগানদের রান রেট। চাপ বাড়ার এক পর্যায়ে শরিফুলের অফ স্ট্যাম্পে পিচ করা বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে দাঁড়ানো ইয়াসির রাব্বির হাতে ধরা পড়েন আফগান ওপেনার জাদরান। ভেঙে যায় ৪৫ রানের জুটি। রাহমাত শাহর সাথে ক্রিজে এখন যোগ দিয়েছেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদি।

বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে সিরিজটি খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এছাড়া সিরিজটিতে রশিদ খানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

আরও পড়ুন: এবারের বিপিএলে স্টিভ রোডসের নজর কাড়লেন যারা

Exit mobile version