Site icon Jamuna Television

ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

ছবি: সংগৃহীত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুন্না নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছে তারেক ও রিমন নামে আরও দুই কিশোর শ্রমিক।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার লালপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। নিহত ও আহতরা ফতুল্লার হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলের শ্রমিক। নিহত মুন্না ময়মনসিংহ জেলার বলেশপুর গ্রামের জাহিদুলের ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ফতুল্লার জালাল আহমেদ স্পিনিং মিলের তিন শ্রমিক কর্মস্থলে যাওয়ার পথে লালপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা দু’জনকে পিটিয়ে আহত করে এবং অপরজনের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version