Site icon Jamuna Television

গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত

বিশিষ্ট গীতিকার ও রাশিফল লেখক কাওসার আহমেদ চৌধুরীকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, কাওসার আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি, রক্তের সংক্রমণসহ একাধিক জটিলতায় ভুগছিলেন। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন বলেও জানা গেছে। গত বুধবার তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়, পরে সেখান থেকে ধানমন্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয় তাকে।

কাওসার আহমেদ চৌধুরী ছিলেন একজন কবি, চিত্রশিল্পী এবং চিত্র নাট্যকারও। তার লেখা আমায় ডেকো না ফেরানো যাবে না, যেখানে সীমান্ত তোমার’র মতো কালজয়ী সব গান। তিনি বিজ্ঞাপনও নির্মাণ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত তার রাশিফল পাঠকপ্রিয়তা অর্জন করে।

ইউএইচ/

Exit mobile version