Site icon Jamuna Television

এবার আউট সাকিব-মাহমুদউল্লাহ, ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ

মুজিবের বলে বোল্ড সাকিব।

ব্যাটিং বিপর্যয়ের ষোলকলা পূরণ করে মুজিব উর রেহমানের বলে বোল্ড হয়েছেন সাকিব আল হাসান। এরপর রশিদ খান বোলিংয়ে এসেই ফিরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহকে। ফজল হক ফারুকির পেসে ব্যাটিংয়ের টপ ও মিডল অর্ডার গুঁড়িয়ে যাওয়ার পর মাহমুদউল্লাহ ও সাকিবের ব্যাটে যখন ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল বাংলাদেশ, তখনই আঘাত হানলেন মুজিব-রশিদ আর ফিরে গেলেন দলের ভরসা সাকিব-মাহমুদউল্লাহ।

এর আগে, বাঁহাতি পেসার ফজল হক ফারুকির দুর্দান্ত বোলিংয়ের জবাব দিতে না পেরে গুঁড়িয়ে গেছেন টপ অর্ডারের প্রতিরোধ। ফারুকি ৩ ওভারেই ফিরিয়ে দিয়েছেন ৪ বাংলাদেশি ব্যাটারকে। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের পর ফিরে গেছেন মুশফিকুর রহিম ও অভিষিক্ত ইয়াসির রাব্বি।

ক্রিজে এখন আছেন মেহেদি হাসান মিরাজ এবং আফিফ হোসেন। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫২ রান। জয়ের জন্য ৩৮ ওভারে বাংলাদেশের প্রয়োজন ১৬৮ রান।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান।

Exit mobile version