Site icon Jamuna Television

মেহেরপুরে অটোবাইকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে অটোবাইকের ধাক্কায় শিলন হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌর শহরের পশ্চিমমালসাদহ ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিলন হোসেন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের কৃষক রাহাতুলের ছেলে এবং স্থানীয় এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

অভিভাবক ও শিলন হোসেনের বন্ধু সাঈদ জানান, গাংনী পৌরসভা থেকে করোনা টিকা নিয়ে আটোবাইকযোগে বাড়ি ফেরার পথে শারীরিক অসুস্থতা দেয়া দেয়। অসুস্থতার কারণে অটোবাইকের বাইরে মাথা বের করলে গাংনীগামী অপর একটি অটোবাইকের সাথে মাথায় ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যায় শিলন। পরে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, শিলন হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেডআই/

Exit mobile version