Site icon Jamuna Television

ফরিদপুরে নিজ বাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ২৩ ফেব্রুয়ারি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের তেলীডাঙ্গি গ্রামে আতিয়ার রহমান (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মোছা. শিপন বলেন, জমি-জমা নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে এই ঘটনা ঘটে
থাকতে পারে। গত রাতে বাড়িতে তিনি একাই ছিলেন বলে জানান তিনি।

এ ঘটনায় গাজিরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, নিহত আতিয়ারের মাথায় গভীর আঘাত রয়েছে। সেখান দিয়ে এখনও রক্ত ঝড়ছে। তিনি আরও জানান, বেলা ১১টা পর্যন্ত বাড়ির দরজা না খোলায় আশেপাশের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির ছাদ দিয়ে লোক ঢুকিয়ে দরজা খোলা হয়। পরে আমাকে জানালে আমি থানার ওসি সাহেবকে জানাই। পরিবারের লোকজন বেড়াতে যাওয়ায় বাড়িতে তিনি একাই ছিলেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ বলেন, সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। তারা আসলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তদন্ত ছাড়া
ঠিক কি কারণে আর কারা এবং কিভাবে এই ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।

জেডআই/

Exit mobile version