Site icon Jamuna Television

উত্তরা গণভবনে রাজপরিবারের বিভিন্ন সামগ্রি হস্তান্তর

স্টাফ রিপোর্টার, নাটোর

১৬৭ বছরের পুরাতন স্বর্ণের প্রলেপযুক্ত বই “বানিয়ানস পিলগ্রিমস প্রোগ্রেস”, আন্তর্জাতিক মানচিত্র “ভিক্টোরিয়া এ্যাটলাস অব দ্য ওয়ার্ল্ড”, রাজার স্মৃতি বিজড়িত একটি দেয়াল ঘড়ি, কালের স্বাক্ষী রাজ পরিবারের প্রদানকৃত কলিংবেল উত্তরা গণভবনের সংগ্রহশালায় হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিঘাপতিয়া পিএন স্কুল কর্তৃপক্ষ গণভবন সংগ্রহশালার জন্য রাজ পরিবারের স্মৃতি বিজড়িত এসব সামগ্রি হস্তান্তর করেন। দীর্ঘদিন ধরে এসব সামগ্রী পিএন স্কুলে সংরক্ষিত ছিল। এছাড়া দিঘাপতিয়া রাজ পরিবারের সর্বশেষ রাজা প্রতিভা নাথ রায়ের বড়ছেলে প্রভাত কুমার রায়ের ১৯৯৭ সালের দুইটি ছবি প্রদান করেন স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মুনসুর মিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বানী, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু, স্কুলের প্রধান শিক্ষক আলিম উদ্দিন, স্কুলের সাবেক ছাত্র নাটোর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসাহাক আলী, স্কুলের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, আব্দুল্লাহ আল মুনসুর, আবুল হোসেন ও তাপসী ভট্টাচার্য্য। এছাড়া এ সময় জনপ্রতিনিধি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version