Site icon Jamuna Television

২৮ মার্চের আগে সব ধরনের কর আদায় অনলাইনে করার নির্দেশ মেয়র আতিকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি।

আগামী ২৮ মার্চের মধ্যে সব ধরনের কর গ্রহণ অনলাইন ভিত্তিক করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বুধবার গুলশান-২ নগরভবনে আয়োজিত রাজস্ব বিভাগের কর আদায়সহ সার্বিক কর্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

মেয়র আতিক বলেন, ২৮ মার্চের পর নগদ টাকা গ্রহণ ব্যবস্থা থাকবে না। সব টাকা অনলাইনে জমা করতে হবে। জনদুর্ভোগ কম হলে মানুষ বেশি বেশি কর দিতেও আগ্রহী হবে। বিদেশে সব ধরনের কর অনলাইনে আদায় করা হয় বলেই সবাই কর দিতে স্বাচ্ছন্দ বোধ করে। আমরা এই পরিবর্তনটা আনতে চাই। এরইমধ্যে ডিএনসিসির বেশ কয়েকটি অঞ্চলে অনলাইন ভিত্তিক কর আদায় শুরু হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, কর অঞ্চল গুলোতে হেল্পডেস্ক গঠন করতে হবে। মানুষ যাতে কর দিতে এসে সহযোগিতা পায় তার জন্য হেল্পডেস্কের প্রয়োজন রয়েছে।

এ সময় মেয়র ডিএনসিসির সকল নাগরিকদের তাদের ফোন নাম্বার, এনআইডি নাম্বার ও ই-মেইল নাম্বার সংশ্লিষ্ট অঞ্চলসমূহে প্রদানের জন্য অনুরোধ করেছেন।

জেডআই/

Exit mobile version