Site icon Jamuna Television

টিকার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি।

বিএনপি চেয়ারপারসন এদিন বিকেল পৌনে ৫টার দিকে টিকা নিতে হাসপাতালে যান। দলীয় নেতাকর্মী পরিবেষ্টিত থাকায় খালেদা জিয়াকে গাড়িতে রেখেই টিকা দেয়া হয়। এর আগে বিকেল সোয়া ৪টায় বুস্টার ডোজ টিকা নিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ফাইজারের বুস্টার ডোজ নিয়েছেন খালেদা জিয়া। আর আগে মডার্নার টিকা নিয়েছিলেন।

খালেদা জিয়া টিকা নিতে যাওয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন হাসপাতালের আশপাশ। তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Exit mobile version