Site icon Jamuna Television

নেচে-গেয়ে বাবার বিয়ে মাতালেন ফারহান কন্যারা

ছবি: সংগৃহীত।

দ্বিতীয়বারের মতো বিয়ে সেরে ফেলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাবা জাভেদ আখতারের খামার বাড়িতে ধুমধাম করে ফারহান ও শিবানী ডান্ডেকরের চার হাত এক হলো। সেখানে হৃত্বিক রোশন ও ফারাহ খানের মতো তারকাদের পাশাপাশি উপস্থিত ছিল ফারহান আখতারের দুই কন্যা শাকিয়া এবং আকিরা। হাসিমুখে, নেচে-গেয়ে বাবা দ্বিতীয় বিয়ে উদযাপন করেছেন তারা।

সাবেক স্ত্রী আধুনা ভবানীর সাথে ফারহানের বিচ্ছেদ হয় ২০১৭ সালেই। এরপরই দীর্ঘদিনের প্রেমিকা শিবানীকে বিয়ে করলেন ফারহান। তাদের বিয়েতে আধুনা উপস্থিত না থাকলেও মেয়েদের অংশগ্রহণ নিয়ে যে তিনি কোনো বাধা দেননি তা স্পষ্ট।

গত চার বছর ধরেই সম্পর্কে রয়েছেন ফারহান এবং গায়িকা শিবানী। একসঙ্গেই থাকছিলেন দু’জনে। এ বার খাতায়-কলমে দম্পতি হলেন তারা। এরই জেরে ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম বদলে ‘শিবানী দান্ডেকর-আখতার’ করলেন গায়িকা। যা আগে ছিল ‘শিবানী ডান্ডেকর’। তাদের নতুন জীবনে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

এসজেড/

Exit mobile version