Site icon Jamuna Television

হিলিতে মা-বাবাকে কাছে না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা

হিলি প্রতিনিধি:

হিলি’র কাদিপুর গ্রামে মা-বাবাকে কাছে না পেয়ে সোহাগ হোসেন নামের ১৬ বছরের এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত সোহাগ ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

ছয় মাস আগে তার মা ও বাবা দু’জনেই ঢাকার একটি পেশাক কারখানায় কাজ করার সুবাদে সেখানেই বসবাস করছে। নিহত সোহেল তার ফুপুর কাছে থেকে লেখাপড়া করতো।

পুলিশ জানায়, নিহত সোহেল মা- বাবাকে কাছে পাবার জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকতো। সম্প্রতি তার বাবা-মাকে গ্রামের বাড়ি নিয়ে আসতে ঢাকায় যায়। সেখান থেকে তার বাবা গ্রামের বাড়িতে ফিরলেও মা ঢাকাতেই থেকে যায়। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সোহেলের বাবা সোহেলকে গ্রামের বাসায় রেখে পুনরায় ঢাকা চলে যায়।

আরও পাড়ুন: চায়ের দোকানে টেলিভিশন চালু করায় সাত বছরের শিশুকে খুন

এতে সোহেল অনেক কষ্ট পায়। মা- বাবাকে কাছে না পেয়ে অভিমানে আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঘরের বর্গার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলের লাশ উদ্ধার করে। হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ খায়রুল বাসার জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এনএএস

Exit mobile version