Site icon Jamuna Television

আফিফ ও মিরাজ আমাদের সুযোগই দেয়নি: হাসমাতুল্লাহ শহিদি

হাসমাতুল্লাহ শহিদি।

২১৫ রান করার পর ৪৫ রানে প্রতিপক্ষের ৬ উইকেট ফেলে দিয়েও ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। আফিফ-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে পরাজয় বরণ করে আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদি বলেছেন, তারা আমাদের কোনো সুযোগই দেয়নি।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, শুরুটা বেশ ভালো করেছিলাম আমরা। কিন্তু আফিফ ও মিরাজ আমাদের কোনো সুযোগই দেয়নি। দারুণ খেলেছে তারা। স্কোর বোর্ডে ৩০ রান কম তুলতে পেরেছিলাম আমরা। কিন্তু যেভাবে ফজল বল করেছে তা সত্যিই অসাধারণ। কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে ম্যাচ আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেয়ার কৃতিত্ব তাদের।

হাসমাতুল্লাহ শহিদি আরও বলেন, টুর্নামেন্ট কেবল শুরু হয়েছে। এখনো দুটো ম্যাচ বাকি আছে। আশা করছি আমরা ফিরে আসতে পারবো।

আরও পড়ুন: ‘৬ উইকেট হারানোর পর জেতার কথা ভেবেছি বললে মিথ্যা বলা হবে’


এমই/

Exit mobile version