Site icon Jamuna Television

জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন

ছবি: সংগৃহীত

চলমান পরিস্থিতিতে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে পুরো দেশে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন। এই জরুরি অবস্থা ৩০ দিন যাবত থাকবে বলে জানিয়েছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, কোনো নাগরিককে রাশিয়া না যাওয়ার পরামর্শ দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেইসাথে কোনো নাগরিককে রাশিয়া ভ্রমণে না যাওয়ারও নির্দেশনা দিয়েছে কিয়েভ।

যুক্তরাষ্ট্রের ম্যাক্সার টেকনোলজির প্রকাশিত কয়েকটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইউক্রেন সীমান্তে বেলারুশের দক্ষিণে বিপুল সেনা মোতায়েন ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া।

আরও পড়ুন: শেল মেরে রাশিয়ার নিরাপত্তা চৌকি গুঁড়িয়ে দিলো ইউক্রেন!

এর আগে ২১ ফেব্রুয়ারি রাশিয়া দাবি করে, ইউক্রেনের হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলের সীমান্তরক্ষী চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক তার দুইদিন পরেই রুশপন্থীদের হামলায় ইউক্রেন সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৬ ইউক্রেনীয় সেনা বলে দাবি করেছে তারা।

এদিকে যুদ্ধাবস্থা সামনে রেখে রিজার্ভ ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্স। এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকরা এই বাহিনীতে যোগ দিতে পারবে। আপাতত দুই লাখ মানুষকে এই বাহিনীতে নেয়া হবে।

/এনএএস

Exit mobile version