Site icon Jamuna Television

আফগানিস্তানের বিরুদ্ধে আফিফ-মিরাজদের জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তিনি এক বার্তায় অভিনন্দন জানান।

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের দেয়া ২১৬ রানের টার্গেট টপকে ৪ উইকেটের জয় পেয়েছে টাইগাররা।

তবে শুরুটা মোটেও ভালো হয়নি তামিমের দলের। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল বাংলাদেশ। এরপর আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। এ জুটির ব্যাট থেকে আসে ১৭৪ রান। এরমধ্যে আফিফ ৯৩ এবং মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রান নিয়ে।

Exit mobile version