Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে পৃথক স্থানে ট্রাক চাপায় ২ স্কুল ছাত্রের মৃত্যু, আটক-১

ফাইল ছবি।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সদর ও টঙ্গীবাড়ীতে পৃথক স্থানে ট্রাকচাপায় আপন (১০) ও ইমাম হোসেন (৮) নামের দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার কাঠালতলায় আপন ও সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর চৌরাস্তা এলাকায় ঘটা এ দুর্ঘটনায় শিশু ইমামের মৃত্যু হয়।

নিহত আপন পঞ্চসার বনিক্যপাড়া এলাকার আলআমিন শৈয়ালের ছেলে ও স্থানীয় ভট্টাচার্যের ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। অন্যদিকে, নিহত ইমাম আব্দুল্লাপুর এলাকার মো. শফিকের ছেলে ও আব্দুল্লাপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, দুপুরে বাসা থেকে না বলেই সাইকেল চালাতে বের হয় শিশু আপন। পথে সে কাঠালতলা এলাকার সড়কে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এদিকে, ইমাম সাইকেল নিয়ে বের হলে আব্দুল্লাপুর চৌরস্তা সড়কে তাকে চাপা দেয় বালুবাহী আরেকটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু দু’টির।

আপনকে চাপা দেওয়া ট্রাকটি পালিয়ে গেলেও ইমামকে চাপা দেওয়া ঘাতক ট্রাক ও চালককে আটক করে স্থানীয়রা।

এসজেড/

Exit mobile version