Site icon Jamuna Television

আহত সঙ্গীর অ্যাম্বুলেন্সের পিছনে ছুটে হাসপাতালে পৌঁছাল ঘোড়া, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

আহত সঙ্গীকে বহন করা অ্যাম্বুলেন্সের পিছে আট কিলোমিটার ছুটে হাসপাতালে পৌঁছে গেলো ঘোড়া। আর এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় তীব্র গতিতে ছুটে চলছিল একটি অ্যাম্বুলেন্স। তার পেছনে দৌঁড়াচ্ছিল একটি ঘোড়া। কোনোভাবেই যেন অ্যাম্বুলেন্সটি চোখের আড়ালে না যায় সেই আপ্রাণ চেষ্টা ঘোড়াটির।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের উদয়পুরে। ভিডিও ধারণকারী খোঁজ নিয়ে জেনেছেন, পিছু নেয়া অ্যাম্বুলেন্সটিতে ছিল সেই ঘোড়াটির আহত সঙ্গী। এই অবলা প্রাণীর বন্ধুত্ব নিয়ে এখন আলোচনায় মুখর সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়, রাস্তায় আহত অবস্থায় একটি ঘো়ড়াকে পড়ে থাকতে দেখেন উদয়পুর শহরের হরিদাসজি মগরির এক বাসিন্দা। তিনি পশু উদ্ধারকারী সংস্থাকে খবর দিলে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন ওই সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর পর আহত ঘোড়াটিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান তারা।

হাসপাতালে নেয়ার সময়, আশ্চর্যজনকভাবে অ্যাম্বুলেন্সের চালক দেখেন গাড়ির পেছনে ছুটছে একটি ঘোড়া। সেটিকে দেখে একটু গতি কমান চালক। প্রায় ৮ কিলোমিটার অ্যাম্বুলেন্সটিকে অনুসরণ করে পশু হাসপাতালে পৌঁছায় ঘোড়াটি।

জানা যায়, আহত ঘোড়াটি দ্বিতীয় ঘোড়ার সঙ্গী। আহত সঙ্গীকে কাছছাড়া করতে চায়নি। আর সে কারণেই অ্যাম্বুলেন্সের পিছু নিয়ে হাসপাতালে পৌঁছায় সেটি। আহত ঘোড়ার চিকিৎসা চলছে। তার সঙ্গীকেও রাখা হয়েছে হাসপাতাল চত্বরেই।

/এনএএস

Exit mobile version