Site icon Jamuna Television

মেদিনীপুরে ক্লাসরুমে ছাত্রীর ওড়না খুলে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রতীকী ছবি

ক্লাসরুমে এক ছাত্রীর ওড়না খুলে নেয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সবাই তখন ক্লাসে দাঁড়িয়ে তটস্থ হয়ে আছে। তখনই জোর করে ছাত্রীর ওড়না খুলে নেয় ওই শিক্ষক বলে অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি হাইস্কুলে। ঘটনার কথা ছাত্রী বাড়ি গিয়ে জানাতে সেখানে জনরোষ তৈরি হয়েছে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিল শিক্ষক সন্দীপ পড়িয়াল বলে। কিন্তু ছাত্রীটি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সবার সামনে এভাবে হেনস্থা করা হয়েছে তাকে। তারপর ওড়না খুলে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেছে ওই শিক্ষক বলে পুলিশের কাছে বয়ান দিয়েছে ছাত্রীটি।

আরও পড়ুন: পাতানো ভাইকে বিয়ে করতে চেয়ে ব্যর্থ, বউভাতের দিন ভাবিকে হত্যা

প্রতিবেদনে জানা যায়, শিক্ষক সন্দীপ পড়িয়াল ওড়না পরা নিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে হেনস্থা করেন। এমনকী ওই ছাত্রীর ওড়না নিজে হাতে খুলে নেন তিনি। ক্লাসের সমস্ত ছাত্রীদের সামনেই এই ঘটনা ঘটেছে। জোর করে ওই ছাত্রীর ওড়না খুলে নিয়ে অন্যান্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ওড়না পরা অবস্থায় কেমন লাগছিল? এখন কেমন লাগছে দেখ!‌

হেনস্থা হওয়া ছাত্রী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি ফিরে গোটা ঘটনা খুলে বলে তার বাবা-মাকে। এই হেনস্থার কথা খুলে বলতেই পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

/এনএএস

Exit mobile version