Site icon Jamuna Television

বকুনি দেয়ায় ফ্রাই প্যান দিয়ে পিটিয়ে মাকে হত্যা

প্রতীকী ছবি

থালা-বাসন না ধোঁয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে বকাঝকা করেছিলেন মা। তা সহ্য করতে না পেরে ওই মাকেই পিটিয়ে হত্যা করেছে তার কিশোরী মেয়ে। সম্প্রতি ভারতের নয়ডায় এমন ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরীকে গ্রেফতারের পর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে মাকে পিটিয়ে রক্তাক্ত করার পর অভিযুক্ত কিশোরীই প্রতিবেশীদের ডেকে আনে। পরে আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত ওই নারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। পাঁচ বছর আগে তিনি তার স্বামী থেকে আলাদা হয়ে যান। নয়ডার সিনিয়র পুলিশ অফিসার রণবিজয় সিং বলেন, ওই নারী তার মেয়েকে বাসন ধুতে বলেছিলেন। মেয়েটি তা না করলে তিনি বকাঝকা করেন। পরে তর্কাতর্কি শুরু হয় এবং মেয়েটি ফ্রাই প্যান দিয়ে তার মাথায় আঘাত করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী মাকে হত্যার কথা স্বীকার করেনি। তবে সিসি ক্যামেরা ও প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, ওই নারীর কক্ষে বাইরের কাউকে ঢুকতে দেখা যায়নি। পরে আরও জিজ্ঞাসাবাদ করা হলে ওই কিশোরী মাকে হত্যার কথা স্বীকার করে।

/এনএএস

Exit mobile version