Site icon Jamuna Television

লিডসকে ৬-০ গোলে উড়িয়ে দিলো লিভারপুল

প্রথমার্ধে সালাহর করা জোড়া গোলেই এগিয়ে যায় অলরেডরা

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অলরেডদের পরিকল্পিত আক্রমণের সামনে কোনো বাঁধা হয়ে দাঁড়াতেই পারেনি লিডস।

খেলার প্রথম মিনিট থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত করে রাখে লিভারপুল। ২০ মিনিটের মধ্যে মোহাম্মদ সালাহর পেনাল্টি থেকে আসা জোড়া গোল ও জোয়েল মাটিপের গোলে ৩-০ তে এগিয়ে থেকে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে প্রথমার্ধ শেষ করে ক্লপ শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে খেলায় ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ বা পথ কিছুই পায়নি লিডস ইউনাইটেড। ৩-০ তে এগিয়ে থাকা লিভারপুলের হয়ে শেষ দিকে গিয়ে জোড়া গোল করেন সাদিও মানে। আর একেবারে শেষমুহূর্তে স্কোরলাইনে নিজের নাম লেখান ভার্জিল ফন ডাইক।

উল্লেখ্য, দুর্দান্ত এ জয়ে শিরোপা লড়াই আরও জমিয়ে তুলল ইয়ুর্গেন ক্লপের দল। দারুণ এ জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনলেন সালাহ-মানেরা।

/এসএইচ

Exit mobile version