Site icon Jamuna Television

ইউক্রেনে জারি হলো জরুরি অবস্থা

ইউক্রেনে ৩০ দিনের জন্য জারি হয়েছে জরুরি অবস্থা

রাশিয়ার সাথে চলমান উত্তেজনার জেরে জরুরি অবস্থা জারি করলো ইউক্রেন। আর সত্বর রাশিয়ায় অবস্থানরত নাগরিকদের দেশে ফেরার নির্দেশনাও দিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ দিন দেশটিতে জরুরি অবস্থা জারি থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) আসে জরুরি অবস্থা জারির এ ঘোষণা। এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা জারি থাকবে ৩০ দিনের জন্য। এ সময়ের মধ্যে নিরাপত্তা জোরদারে কারফিউসহ যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এতে বাধাগ্রস্ত হতে পারে নাগরিকদের স্বাভাবিক চলাফেরা। রাশিয়া ও বেলারুশ সীমান্তবর্তী অঞ্চলগুলোয় জারি হতে পারে কড়াকড়ি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে এসব সিদ্ধান্ত।

প্রসঙ্গত, ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল দুটিকে রাশিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার পর নতুন মোড় নিয়েছে মস্কো-কিয়েভ সঙ্কট। পরিস্থিতি এতটাই জটিল যে সীমান্তে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ইউক্রেন।

/এসএইচ

Exit mobile version