Site icon Jamuna Television

সিলেট মেডিকেলে হলের সিট দখল নিয়ে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট ওসমানী মেডিকেল কলেজের হলের সিট দখল নিয়ে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে হলের সিট নিয়ে কলেজ শাখা ছাত্রলীগ ও ঐতিহ্য সংস্কৃতি পরিষদ নামের একটি সংগঠনের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়।

ছাত্রলীগের অভিযোগ, ঐতিহ্য সংস্কৃতি পরিষদ নামক সংগঠনটি ছাত্রশিবির নিয়ন্ত্রিত। ছাত্রাবাসের বি ব্লকে অবস্থানরত ওই সংগঠনের এক কর্মীর কক্ষে তিনদিন আগে দেশীয় অস্ত্র পাওয়া যায়। এর কারণ জানতে চাইলে বহিরাগতদের নিয়ে হামলা চালায় ছাত্রশিবির।

পরে ছাত্রলীগের জেলা ও মহানগরের নেতাকর্মীরা ছাত্রাবাসে ঢুকে মহড়া দেয়। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটলেও তাদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

/এসএইচ

Exit mobile version