Site icon Jamuna Television

ফতুল্লায় ডোবা থেকে নারীর খণ্ডিত দেহ উদ্ধারে পিবিআইয়ের অভিযান

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডোবার পানি ও আবর্জনা সরিয়ে এক নারীর খণ্ডিত দেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে ডোবার পানি সরাতে কাজ শুরু করে পিবিআই। সেচ মেশিন দিয়ে পানি সরাতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের।

এর আগে, গত বছরের মার্চে ডোবার পাশের বালুর মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। পিবিআই নারীর পরিচয় শনাক্তের পর আসামিকে গ্রেফতার করে। দীর্ঘদিন পার হওয়ায় ডোবায় দেহের হাড় মিলতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

পিবিআই সূত্রে জানা গেছে, স্ত্রী তানজিনাকে হত্যার পর তার মৃতদেহ কয়েক খণ্ডে ভাগ করে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছিলো ঘাতক স্বামী রাসেল। এরপর, প্রতিবেশী ও বাড়িওয়ালার কাছে স্ত্রী করোনায় মারা গেছে বলে গল্পও ফাঁদে সে। তারপর বাসা ছেড়ে চলে গিয়েছিলো ঘাতক রাসেল।

ঘটনার প্রায় এক বছর পর স্বামী রাসেলই স্ত্রী তানজিনার হত্যাকারী শুনে হতবাক সবাই।

/এসএইচ

Exit mobile version