Site icon Jamuna Television

রাশিয়ার ৫টি যুদ্ধবিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ছবি: সংগৃহীত

৫টি রুশ যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী করেছে। এ ছাড়াও রাশিয়ার ২টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। খবর এনডিটিভির।

কিয়েভের সামরিক বাহিনীর বরাতে আজ বৃহস্পতিবার এনবিসি নিউজ জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানের মুখোমুখি হলে ২টি রাশিয়ান ট্যাংক ধ্বংস করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ট্যাংকগুলো ছাড়াও ‘বেশ কয়েকটি ট্রাক’ ও ধ্বংস করেছে। প্রতিপক্ষ লোকসান গুনছে। শান্ত থাকুন এবং ইউক্রেনীয় প্রতিরক্ষায় বিশ্বাস রাখুন। এদিকে, ইউক্রেনের আকাশপথে সকল বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে।

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করলেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন।

ইউএইচ/

Exit mobile version