Site icon Jamuna Television

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করতে হবে ৩১ মার্চের মধ্যে

প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করতে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো ডিজিটাল কমার্স সেলে যোগাযোগ না করলে কর্তৃপক্ষের কারাগারে যেতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই হুশিয়ারি দিয়েছেন এ সংক্রান্ত সেলের প্রধান ও অতিরিক্ত সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান।

তিনি বলেন, ২৫টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের ৫৫৯ কোটি টাকা বিভিন্ন গেটওয়েতে আটকে আছে। এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের আইনি জটিলতা নেই, তাদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে কিউকম, আলিশামার্ট, দালাল প্লাসের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দালাল প্লাসের ১০ গ্রাহককে ১৭ লাখ ৭৪ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। ডিজিটাল সেলের প্রধান জানান, আইনি জটিলতা কাটিয়ে অন্য প্রতিষ্ঠানগুলোর টাকা ফেরত দেয়ার উদ্যোগও নিচ্ছে বাণিজ্য মন্ত্রনালয়ের সেল।

/এমএন

Exit mobile version