Site icon Jamuna Television

ইলন মাস্কের নতুন বান্ধবী অভিনেত্রী নাতাশা

ছবি: সংগৃহীত

টেসলার কর্ণধার ৫০ বছর বয়সী ইলন মাস্ক আবারও আলোচনায়। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে ব্যক্তিগত বিমান থেকে অবতরণের সময় ইলনের সাথে এক নারীকে দেখা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন মেয়েটির নাম অস্ট্রেলিয়ান অভিনেত্রী নাতাশা বাসেট। আর এই অভিনেত্রীই ইলনের নতুন বান্ধবী।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইলনের সাথে এক ফ্রেমে ধরা দেয়ার পরই নাতাশার সম্পর্কে মানুষের আগ্রহ বেড়েছে। ২৭ বছর বয়সী নাতাশার জন্ম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। তিনি একজন সফল অভিনেত্রী। মাত্র ১৪ বছর বয়সেই অস্ট্রেলীয় থিয়েটারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের জুলিয়েট চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন।

অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি টেলিভিশন সিরিজেও কাজ করেন তিনি। সেখান থেকেই নাতাশা পাড়ি জমান নিউইয়র্কে। পড়াশোনা করেন সেখানকার অ্যাটলান্টিক অ্যাক্টিং স্কুলে। পড়াশোনা শেষে বর্তমানে লস অ্যাঞ্জেলসে তার বসবাস।

২০১৭ সালে বিতর্কিত পপ-গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনী নিয়ে তৈরি টেলিভিশন সিরিজ ‘ব্রিটনি এভার আফটার’- এ ব্রিটনির চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন নাতাশা। সমালোচক মহলেও প্রশংসিত হন।

/এনএএস

Exit mobile version