Site icon Jamuna Television

দশ নাম নিয়ে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি

নতুন প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছেন সার্চ কমিটির সদস্যরা। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার কিছুক্ষণ পর সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে ঢুকেছেন। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির সাথে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।

আজকে সার্চ কমিটি যাদের নাম নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন, তাদের মধ্য থেকেই নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একজন সাবেক সচিবের নাম শোনা যাচ্ছে। মূলত এই নির্বাচন কমিশনই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজন করবে। আজকে দশজনের নাম রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেয়ার মাধ্যমেই বর্তমান সার্চ কমিটি তাদের দায়িত্ব শেষ করবে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি গঠিত এবারের সার্চ কমিটি তাদের সপ্তম বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন এ কমিটিতে সদস্য আছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

/এডব্লিউ

Exit mobile version