Site icon Jamuna Television

শুক্রবারও সারাদেশে খোলা থাকবে টিকাকেন্দ্র: স্বাস্থ্য অধিদফতর

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকা নিতে উৎসাহ বাড়ায় শুক্রবারও সারাদেশে খোলা থাকবে টিকাকেন্দ্র। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকা কার্যক্রমকে ঘিরে বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। জনগণের এই চাহিদা পূরণে ২৫ ফেব্রুয়ারিও ভ্যাকসিনেশন সেন্টার খোলা রাখা এবং প্রয়োজনে অতিরিক্ত বুথ চালুর কথা বলা হয়েছে।

/এমএন

Exit mobile version