Site icon Jamuna Television

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু

টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হবার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পরে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। একে একে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে বিভিন্ন জায়গায় আটকে থাকা ট্রেনগুলো।

দুর্ঘটনাকবলিত ট্রেনের ৪টি কোচ উদ্ধারের পর সন্ধ্যা ৬ টার দিকে আপ ও ডাউন- দুটি লাইন ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত হয়। তবে বেশিরভাগ ট্রেন দীর্ঘ সময় আটকে থাকায় শিডিউল জটের সৃষ্টি হয়েছে, যা কাটিয়ে উঠতে সময় লাগবে।

এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গী স্টেশনের অদুরে লাইনচ্যুত হয় ঢাকা অভিমুখী জামালপুর কমিউটার ট্রেন। সিগন্যালে ভুল নির্দেশনার কারণে ট্রেনের পেছনের চারটি কোচ ভিন্ন লাইনে উঠে যায়।

প্রচণ্ড ধাক্কায় কোচের ছাদে থাকা যাত্রীদের অনেকেই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত হন ৩০ জন। ঢাকা মেডিকেলে নেয়ার পর মারা যান শাহাদত নামের আরও এক যাত্রী।

দুর্ঘটনার পর দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। জানান, দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা যায়, স্টেশন মাস্টারের ভুলেই এমনটা হয়ে থাকতে পারে।

 

Exit mobile version