Site icon Jamuna Television

ইউক্রেনের ৭৪টি সামরিক স্থাপনা ও ১১টি বিমান ঘাঁটি ধ্বংসের দাবি রাশিয়ার

ছবি: সংগৃহীত

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের ৭৪ টি সামরিক স্থাপনা ও ১১টি বিমান ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করে। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। তারপর থেকেই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন: ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত

বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত দুই পক্ষ মিলে অন্তত ১০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৯০ জনই সামরিক বাহিনীর সদস্য।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের মধ্যেই পুতিনের সাথে বৈঠকে ইমরান খান

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ইউক্রেনের ৪০ জন সামরিক ও ১০ জন সাধারণ এবং রাশিয়ার ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, রুশ বাহিনীর ৫০ সেনা নিহত হয়েছে। রাশিয়ার ছয়টি উড়োজাহাজও ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

/এনএএস

Exit mobile version