Site icon Jamuna Television

প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত হলো পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত

ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেয়া হয়েছে পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পোলান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস আরও জানায়, বৈধ পাসপোর্টধারী প্রবাসী বাংলাদেশিরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে বাংলাদেশিদের দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখার অনুরোধ করা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি দল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। তারা ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা প্রদান করবে।

এছাড়াও, ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রোলের অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত যানজটের কারণে পোল্যান্ড সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সীমান্তের দিকে যেতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করেছে দূতাবাস।

/এসএইচ


Exit mobile version