
মুজিবের মুখোমুখি লিটন।
টানা দ্বিতীয় ম্যাচে আফগান পেসার ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে তামিম ইকবাল প্যাভিলিয়নে ফিরে গেলে রানের চাকা সচল আছে বাংলাদেশের। লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে প্রতিবেদনটি লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৪ রান।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি তামিম ইকবাল। প্রথম থেকেই তামিম ও লিটনের ব্যাট যেমন ছিল সাবলীল, তেমনি এ আফগান পেসার ফরিদ আহমেদের অনিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা সচল থাকে টাইগারদের। তবে অফ স্ট্যাম্পের ঠিক বাইরে পিচ করা ফজলহক ফারুকির ভেতরে ঢুকে যাওয়া বলে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন ২৪ বলে ১২ রান করা তামিম।
অধিনায়কের বিদায়ের পর ক্রিজে লিটনের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। স্বভাবসুলভ ব্যাটিং করে রান তুলে নিচ্ছেন লিটন দাস। মুজিব উর রেহমানের বল একদম শেষ মুহূর্তে ব্যাটে এনে সচল রেখেছেন রানের চাকা। লিটন ২৪ এবং সাকিব ব্যাট করছেন ১৬ রান নিয়ে।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো ভারত



Leave a reply