Site icon Jamuna Television

জবাবদিহিতা না থাকায় ঠেকানো যায়নি বিশৃঙ্খলা: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি।

জবাবদিহিতা না থাকায় ঠেকানো যায়নি বিশৃঙ্খলা। পিলখানা ট্র্যাজেডির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থানে পিলখানার ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, জাতি হিসেবে আমাদের জন্য আজ শোকের দিন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।

জিএম কাদের বলেন, এত বড় ঘটনা হঠাৎ করে হয়নি। এখানে গোয়েন্দা বাহিনীর ভূমিকা রাখার কথা ছিল। তবে বাংলাদেশের মানুষ এমন ঘটনা আর দেখতে চায় না।

আলোচিত বিডিআর বিদ্রোহের (পিলখানা ট্র্যাজেডি) ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়। এ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন।

আরও পড়ুন: পিলখানা ট্র্যাজেডির ১৩ বছর

এম ই/

Exit mobile version