
ফাইল ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে ঘরের মেঝে থেকে মায়ের লাশ উদ্ধারের ঘটনায় ছেলে ফিরোজ মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শহরের বান্দুটিয়া এলাকার বাসিন্দা বৃদ্ধা আমেনা বেগম ও তার ছেলে একই বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘরের ভেতর হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে প্রতিবেশিরা তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি।
পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানানো হলে তারা এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে আমেনা বেগমের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় পাশেই চুপচাপ বসে ছিলো ছেলে ফিরোজ। ফিরোজ মাদকাসক্ত বলে জানা গেছে। দুদিন আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে বাড়ি ফেরে সে। 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, রাতে মা ও ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে বারোটার দিকে ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে আমেনা বেগমকে মৃত উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজকে আটক করা হয়েছে বলে জানান তিনি। হত্যা না স্বাভাবিক মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
/এসএইচ
 
				
				
				
 
				
				
			


Leave a reply