Site icon Jamuna Television

ব্যাটকে খাপখোলা তরবারি বানিয়ে লিটনের সেঞ্চুরি

লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি।

ক্রিকেট ব্যাটকে খাপখোলা তরবারি বানিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। আফগান বোলারদের মাঠের চারদিক চিনিয়ে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির পসরা সাজিয়েছেন তিনি, চট্টগ্রামের মাঠে কায়েম করেছেন কোমল আগ্রাসন। লিটনের সাথে দারুণ খেলছেন মুশফিকুর রহিম। শতকের পথে আছেন তিনিও, আর বিশাল সংগ্রহের অপেক্ষায় বাংলাদেশ। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬০ রান।

ছবি: সংগৃহীত

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি তামিম ইকবাল। প্রথম থেকেই তামিম ও লিটনের ব্যাট চলছিল সাবলীল ঢঙে। তবে অফ স্ট্যাম্পের ঠিক বাইরে পিচ করা ফজলহক ফারুকির ভেতরে ঢুকে যাওয়া বলে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন ২৪ বলে ১২ রান করা তামিম। এরপর ক্রিজে এসে লিটন দাসের দাসের সাথে ৫৪ বলে ৪৫ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। রশিদ খানের বলে আউট হওয়ার আগে সাকিব করেন ৩৬ বলে ২০ রান।

সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। এই জুটির প্রথম দিকে স্বভাবসুলভ ব্যাটিং করে রানের চাকা সচল রাখেন লিটন। মুজিব-রশিদ-নবিদের দারুণ দক্ষতার সাথেই সামলে এই দুই ব্যাটার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের পথে। শেষ খবর পাওয়া পর্যন্ত লিটন ব্যাট করছিলেন ১১৯ বলে ১২৪ রান নিয়ে। অন্যদিকে, প্রথমে কিছুটা সময় নিয়ে ক্রিজে থিতু হয়ে আফগান বোলারদের তুলোধুনো করতে শুরু করেন মুশফিকুর রহিম। স্পিনে পায়ের দারুণ ব্যবহারে স্লগ সুইপের অনুপম পসরা সাজান চট্টগ্রামের মাঠে। মুশফিক ব্যাট করছেন ৮৭ বলে ৭৭ রান নিয়ে।

এম ই/

Exit mobile version