Site icon Jamuna Television

টাইগারদের চেয়ে আফগান জার্সিতেই বড় জায়গা পেলো ‘বাংলা’

আফগানিস্তানের জার্সিতে 'বাংলা' লেখা নজর কেড়েছে অনেকেরই।

ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরকারী আফগানিস্তান ক্রিকেট দলের জার্সিতে দেখা যাচ্ছে বাংলা ভাষার ব্র্যান্ডিং। টাইগারদের চেয়ে আফগানদের জার্সিতেই বড় জায়গা পেয়েছে ‘বাংলা’। তাই ভাষার মাসে ওয়ানডে সিরিজ খেলতে আসা ভিনদেশি দলটি কেড়ে নিয়েছে দর্শকদের মন।

বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের আত্মত্যাগের দিনটি শোক দিবস থেকে পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। আর সেই আন্তর্জাতিকতার রূপ মিললো আফগানিস্তান ক্রিকেট দলের জার্সিতে। শের-ই আফগানদের জার্সিতে রয়েছে বাংলা ভাষার বিজ্ঞাপন। ভাষার মাসে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভিনদেশি ক্রিকেটারদের বুকে বাংলা ভাষা দেখে গর্ব অনুভব করেছে টাইগার সমর্থকরাও।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিতেও আছে বাংলা ভাষার উপস্থিতি। বিসিবির লোগোর ওপর লেখা আছে ‘বাংলাদেশ’। সেই লেখাটা ছোট হওয়ায় তা নজরে আসে না অনেকের। তাই বাংলাদেশের জার্সিতেও বাংলার ভাষার উপস্থিতি দৃশ্যমান হিসেবেই দেখতে চান ক্রিকেট অন্তপ্রাণ ভক্তরা।

আরও পড়ুন: লিটন-মুশফিকের ব্যাটে আফগানদের টার্গেট ৩০৭ রান

Exit mobile version