Site icon Jamuna Television

চুয়াডাঙ্গা কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসেম আলী (২৭) নামে ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া জানান, হাশেম আলী গত রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে হাশেম আলীর মৃত্যু হয়।

তিনি আরো জানান, ২০১৯ সালের ৭ই এপ্রিল একটি ধর্ষণ মামলায় ৩০ বছরের সাজা হয় হাসেম আলীর। সেই থেকে হাশেম আলী চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিল। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার (অ.দা.) ও সহকারি কমিশনার বিএম তারিক উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহসানুল হক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হাসেম আলী।

/এসএইচ

Exit mobile version