রাজধানীর হাতিরঝিল থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা ১২টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে হাতিরঝিল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, নিহত নারীর নাম আসমা বেগম। বাড়ি রংপুরে। সকালে স্থানীয়রা হাতিরঝিলে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
দুপুরে স্থানীয়রা হাতিরঝিলে মরদেহসদৃশ কিছু একটা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, কীভাবে তার মৃত্যু হয়েছে, কেউ তাকে হত্যা করে ফেলে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
/এডব্লিউ

