Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু পরিবর্তন করলো উয়েফা

ফাইল ছবি

চলমান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, আগামী ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেন্ট পিটার্সবার্গে হবে না, ফাইনালের ভেন্যু প্যারিসে স্থানান্তরিত করা হয়েছে।

বিবৃতিতে উয়েফা আরও জানায়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনকে অশেষ ধন্যবাদ। এমন সঙ্কটের সময় তিনি ফাইনাল আয়োজনে উয়েফার পাশে দাঁড়িয়েছেন। মানবিক সঙ্কটের এই দুঃসময়ে উয়েফার সব সদস্য দেশ ও খেলোয়াড়রা ইউক্রেনের জনগণের পাশে আছে।


/এসএইচ

Exit mobile version