Site icon Jamuna Television

সবজির দরে আগুন, সরবরাহ কমায় দাম দ্বিগুণ

ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরেই সবজির বাজার চড়া উত্তরে। সব ধরনের সবজিতেই কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। আবার পাইকারী বাজারে যে দামে বিক্রি হচ্ছে সবজি, ১০ কিলোমিটার না যেতেই খুচরা বাজারে তার দাম হয়ে যাচ্ছে দ্বিগুণ।

উত্তরের অন্যতম বড় মোকাম বগুড়ার মহাস্থান হাট। মৌসুম শেষ তাই কমে গেছে সবধরনের সবজির যোগান। বিপরীতে বেড়েই চলেছে দাম। পাইকারীতে কেজিতে ফুলকপি ২০ থেকে ২৫ এবং বাঁধাকপি ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, ধরণভেদে শিম-টমেটো-বেগুন মিলছে কেজিতে ২০ থেকে ৩০ টাকায়। করলার দাম একশ ছুঁইছুঁই।

মহাস্থান হাট থেকে বগুড়া শহরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এই মোকামের সবজিই পাইকারদের হাত ঘুরে চলে যাচ্ছে শহরের খুচরা বাজারে। দামও দ্বিগুণের বেশি। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারীতে দাম বেশি। সাথে খাজনা আর পরিবহন খরচ যোগ হয়ে তৈরি করছে বড় পার্থক্য। সবজির বাজারের উত্তাপে নাভিশ্বাস দশা ক্রেতাদের। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি চেয়েছেন তারা।

এসজেড/

Exit mobile version