Site icon Jamuna Television

বিশ্বমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের অসাধারণ উদাহরণ ফেয়ার গ্রুপ: ব্রিটিশ হাইকমিশনার

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। ছবি: সংগৃহীত।

ফেয়ার গ্রুপ বিশ্বমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার অসাধারণ উদাহরণ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত নরসিংদীর শিপপুরে ফেয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে বলেন, ফেয়ার ইলেক্ট্রনিক্স অসাধারণ উচ্চাভিলাষের বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশেই বিশ্বমানের পণ্য উৎপাদন করছে। এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

ফেয়ার ইলেক্ট্রনিক্স ফ্যাক্টরিতে পৌঁছালে হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। এসময় গ্রুপের পরিচালক মুতাসসিম দাইয়ান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের গার্মেন্টস খাতের সাফল্যকে অন্যান্য খাতে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান রবার্ট ডিকসন। বলেন, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতে বৈচিত্র আনা দরকার। ফেয়ার ইলেক্ট্রনিক্স সেই পথে হাঁটছে। ব্রিটিশ কোম্পানিগুলো ফেয়ার গ্রুপকে তাদের অংশীদার হিসাবে পেতে আগ্রহী হবেও আশা ব্যক্ত করেন হাইকমিশনার। ভবিষ্যতে খ্যাতনামা ব্রিটিশ কোম্পানির সাথে যৌথভাবে বাংলাদেশে শিল্প-কারখানা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান।

এসজেড/

Exit mobile version