Site icon Jamuna Television

টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত আইপিএলের

ছবি: সংগৃহীত

টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের দাবি মেনে আগামী ২৬ মার্চ শুরু হবে আইপিএলের এবারের আসর।

আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। পাশাপাশি স্টেডিয়ামে আংশিক দর্শক উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: আইপিএলে প্রত্যেক দলের দামী ক্রিকেটার যারা

টুর্নামেন্টের প্রাথমিক পর্বের সব ম্যাচ হবে মহারাষ্ট্রে। ৫৫টি ম্যাচ হবে মুম্বাইয়ের তিন স্টেডিয়ামে। বাকি ১৫ ম্যাচ হবে পুনের কোনো এক স্টেডিয়ামে। ধারণা করা হচ্ছে, প্লে-অফ ও ফাইনালসহ শেষ চার ম্যাচ হবে আহমেদাবাদে।

আরও পড়ুন: আইপিএল নিলামে বিক্রি হননি যেসব তারকা

Exit mobile version