Site icon Jamuna Television

সাংবাদিক তৌহিদ হোসেন পাপনের বাবা আর নেই

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন পাপনের বাবা আব্দুল ওয়াদুদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে কলাবাগানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ধানমণ্ডির সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সাপোর্টের জন্য ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়। ল্যাবএইডে চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।

বাদ মাগরিব কলাবাগানের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে। এরপর শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকাহত যমুনা পরিবার।

/এডব্লিউ

Exit mobile version