Site icon Jamuna Television

ইউক্রেনে হামলার মধ্যেই পুতিনকে শি জিনপিংয়ের ফোন

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া, হতাহতের দাবি দু’পক্ষেরই। এরই মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ফোনে কথা হয়েছে পুতিন ও শি এর। পূর্ব ইউক্রেনের বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুতিনকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ব্যাপারে আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: রাশিয়ার আকাশে নিষিদ্ধ ব্রিটিশ বিমান

ফোনালাপে স্নায়ুযুদ্ধের মানসিকতা প্রত্যাহার করার জন্যও পুতিনকে আহ্বান জানিয়েছেন শি। সেই সাথে উদ্ভুত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিরসনে আলোচনার মাধ্যমে কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধানের পদ্ধতি বের করার ওপরও জোর দিয়েছেন তিনি।

উল্লেখ্য, এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ট্যাংকসহ প্রবেশ করেছে রুশ সেনাবাহিনী। ক্ষণে ক্ষণে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজে ভারী হয়ে উঠছে ইউক্রেনের আকাশ-বাতাস। তবে ইউরোপের কোনো দেশের সহযোগিতা পাচ্ছে না ইউক্রেন, একাই লড়তে হচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কির।

এসজেড/

Exit mobile version