Site icon Jamuna Television

সেন্টমার্টিনগামী বিলাসবহুল জাহাজে আগুন

ক্রুজশিপ বে ওয়ান। ফাইল ছবি।

বিলাসবহুল ক্রুজশিপ বে ওয়ানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতরাত ১১ টায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে রওনা দিয়ে জাহাজটি কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছতেই ইঞ্জিন রুম থেকে ধোঁয়া বের হয়।

বিষয়টি টের পাওয়ার পরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকে কান্নাকাটি শুরু করেন। এসময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। দ্রুত নিভিয়ে ফেলা হয় আগুন। আগুনে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে জাহাজটি সেন্টমার্টিন না গিয়ে পতেঙ্গার উদ্দেশে রওনা হয়।

ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে। গত বছরের ১৪ জানুয়ারি পতেঙ্গা থেকে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র হয়ে সেন্টমার্টিনে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে যাতায়াত শুরু করে জাহাজটি।

/এডব্লিউ

Exit mobile version