Site icon Jamuna Television

অমিতাভ বচ্চনের নতুন ছবির ট্রেলার নিয়ে হইচই

নাগপুরবাসী ফুটবল কোচ বিজয় বারশের জীবনী নিয়ে এবার বলিউডে তৈরি হলো সিনেমা। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির সিনেমার ট্রেলার। আর প্রকাশ হওয়ার পর থেকেই ট্রেলারটি নিয়ে দর্শকমহলে চলছে হইচই।

‘ঝুন্ড’ নিয়ে এবার পর্দায় হাজির হচ্ছেন অমিতাভ বচ্চন। ঘোষণা করলেন তার আসন্ন সিনেমার মুক্তির তারিখ। ৪ মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি। সিনেমার ঘোষণার পর থেকেই শিরোনামের শীর্ষে বিগ বি। তার আগামী সিনেমা ঘিরে উত্তেজনাও তুঙ্গে। নিজের টুইটার হ্যান্ডেলেও সেই উত্তেনার ছাপ দেখা গেলো বিগ বি’র।

সিনেমাটি পরিচালনা করছেন মারাঠি পরিচালক নাগরাজ পপটলাল মঞ্জুল। ঝুন্ডে উঠে আসবে নাগপুরবাসী ফুটবল কোচ বিজয় বারশের জীবনের গল্প। বস্তিতে বসবাসকারী একদল প্রতিভাবান ছেলেকে নিয়ে একটি ফুটবল দল গড়বেন বিজয়। সেইসব স্লাম ফুটবলারদের ঝুন্ড আসলে কেমনভাবে একজোট হয়ে, একটা টিম হয়ে উঠবে বিজয় বারশের হাত ধরে, তাই ফুটে উঠবে এই সিনেমায়। আর বিজয়ের চরিত্রেই অভিনয় করেছেন অমিতাভ।

এছাড়াও ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় ঝুন্ডের মুক্তির তারিখ ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি লেখেন, অমিতাভ বচ্চন ও ‘সাইরাট’ পরিচালক নাগরাজ মঞ্জুলের প্রথম কাজ এটি।

যদিও করোনার কারণে বহুবার পিছিয়ে গিয়েছিল সিনেমা মুক্তির তারিখ। তবে এবার সবকিছু ঠিক থাকলে ৪ মার্চ সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক।

/এডব্লিউ

Exit mobile version