Site icon Jamuna Television

আবারও করোনায় আক্রান্ত ভিক্টর ব্যানার্জি

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। ২৫ ফেব্রুয়ারি তার করোনা পজেটিভ হওয়ার খবর জানা যায়। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু জ্বরেও আক্রান্ত প্রবীণ এই অভিনেতা।

জানা যায়, কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভিক্টর ব্যানার্জি। সুস্থ হয়ে উঠলেও কয়েকদিন যেতে না যেতেই আবারও করোনা সংক্রমণ ধরা পড়ে ৭৫ বছর বয়সী এই তারকার। আপাতত ভিক্টর ব্যানার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। বাড়িতেই তার চিকিৎসা চলছে।

চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে দেশটির সরকারের পক্ষ থেকে পদ্মবিভূষণ সম্মাননায় তার নাম ঘোষণা করা হয়। শিল্পকলায় অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version